শেরপুরে প্রাইভেটকারে মিলল ১৪০ বোতল ভারতীয় মদ, গ্রেফতার ১

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪

শেরপুরে প্রাইভেটকার থেকে ১৪০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ রমজান আলী (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের খোয়ারপাড় মোড়ে একটি প্রাইভেটকার থেকে এসব মদ উদ্ধার করা হয়।

গ্রেফতার রমজান আলী জামালপুর সদর উপজেলার দেউলিয়াবাড়ী জালিয়ারপাড় মোড় এলাকার আব্বাছ আলীর ছেলে।
শেরপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. সালেমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের খোয়ারপাড় মোড়ে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় নালিতাবাড়ী থেকে জামালপুরগামী একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক হলে প্রাইভেট কারটিকে চ্যালেঞ্জ করে তারা। পরে প্রাইভেট কারের গতিরোধ করে তাতে তল্লাশি চালালে প্রাইভেটকারে থাকা ৬টি প্লাস্টিকের বস্তায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৪০ বোতল মদ পাওয়া যায়।
তিনি জানান, মদসহ প্রাইভেটকার জব্দ করে চালক রমজান আলীকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। জব্দ করা মদের আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে জানায় পুলিশ।