শেরপুরে এইচপিভি টিকা নিয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী, চিকিৎসকের দাবি ভয় পেয়েছে

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪

শেরপুরের ঝিনাইগাতীতে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রয়োগের ফলে অষ্টম শ্রেণি পড়ুয়া ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিবাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। রবিবার (২৭ অক্টোবর) বিকেলে তারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

স্কুল শিক্ষক ও অভিভাবক সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১টার দিকে হাসলিবাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থীকে এইচপিভি টিকা দেওয়া হয়। স্কুল ছুটির পর ওই শিক্ষার্থীরা বাড়িতে গেলে হঠাৎ ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন এবং তাদের শ্বাসকষ্ট দেখা যায়। পরবর্তীতে তাদেরকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান পরিবারের সদস্যরা।
তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য শেরপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে (এইচপিভি) টিকা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সাহা জানান, সরকারি একটি স্কুলে এইচপিভি টিকা দেওয়ার পর ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তারমধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে।
শেরপুর সদর হাসপাতালের আরএমও ডা. হুমায়ুন আহমেদ নূর জানান, শুনেছি প্রায় ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। আমাদের কাছে ৪ জন শিক্ষার্থী এসেছে, তাদেরকে চিকিৎসা দিচ্ছি। আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভয় পেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে।