রাষ্ট্রপতি ও সংবিধানের বিষয়ে সংসদেই ফয়সালা :জয়নুল আবদিন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৪ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সংবিধান সংশোধনের বিষয়ে সংসদেই ফয়সালা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সরকারি ছুটি পুর্নবহালের দাবিতে আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। ফারুক বলেন, ‘দেশে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সাংগঠনিকভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।’ ২০১৪-১৮-২৪ এর মতো বিএনপি দেশে আর কোনো নির্বাচন চায় না উল্লেখ করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘গণতন্ত্র রক্ষায় অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রপতি ও সংবিধানের বিষয়ে সংসদেই ফয়সালা হবে।’ Related posts:স্বাধীনতাবিরোধীদের এদেশে রাজনীতি করার অধিকার নেই : তথ্যমন্ত্রীএবার বাধ্যতামূলক অবসরে ৪ ডিআইজিবাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় কমনওয়েলথ Post Views: ৩৫ SHARES জাতীয় বিষয়: