কসবা ট্রেন দুর্ঘটনা নিহতদের পরিবারকে ১ লাখ ২৫ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ১ লাখ ২৫ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এর মধ্যে রেলওয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ লাখ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার করে টাকা দেওয়া হবে।মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এছাড়া, আহতদের পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী।

এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।