শান্তকে ছাড়াই শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪ সংযুক্ত আরব আমিরাতে বিকেলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে কয়েক ঘন্টা পর শুরু হওয়া ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। কুঁচকির চোটের কারণে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে খেলতে পারছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সোমবার (১১ নভেমম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি শুরু হবে। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় এই ম্যাচটিই এখন হয়ে উঠেছে সিরিজের ‘ফাইনাল’। গত ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ১১৯ বলে ৭৬ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন অধিনায়ক শান্দ। তবে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পাওয়ায় ম্যাচের পর তাকে বিশ্রামে যেতে হয়। এমআরআই রিপোর্টে দেখা গেছে, চোটটি গুরুতর এবং এতে দ্রুত সেরে উঠতে অন্তত এক সপ্তাহ লাগতে পারে। এই চোটের কারণে আজকের ম্যাচে নাজমুল খেলতে পারবেন না, তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। এ চোটের জন্য নাজমুলকে সম্ভবত আরও কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। এমনকি ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তার খেলা অনিশ্চিত। বাংলাদেশ দলের একটি সূত্র জানিয়েছে, প্রথম টেস্টে নাজমুলের মাঠে নামার সম্ভাবনা কম। কারণ পূর্ণ সুস্থতা না পেলে তাঁর চোট আরও খারাপ হতে পারে। শারজার প্রথম ওয়ানডের পরই বাংলাদেশ হারিয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। আঙুলের চোটের কারণে শুধু এই সিরিজই নয়, তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন। মুশফিকের পর নাজমুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে ছোট্ট সিরিজটি বাংলাদেশের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। Related posts:নিউজিল্যান্ডকে কাঁদিয়ে অজিদের বিশ্বকাপ জয়এবার আম্পায়ারের সিদ্ধান্তে রিয়াদের দৃষ্টিকটু আচরণ!ফক্সের দশক সেরা টেস্ট একাদশে মুশফিক Post Views: ৯০ SHARES খেলাধুলা বিষয়: