জানুয়ারিতে যুব উৎসবে যোগ দিতে ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪ আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের তাঁকে আমন্ত্রণ জানালে তাতে সম্মত হন তিনি। আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন তিনি। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে আমন্ত্রণ জানান এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তাঁর সহযোগিতা চান। Related posts:বিদ্যুৎ পরিস্থিতি কবে ভালো হবে জানালেন প্রতিমন্ত্রীচিরনিদ্রায় শায়িত ক্যাপ্টেন নওশাদগত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২২৬ জন Post Views: ৮০ SHARES জাতীয় বিষয়: