বাংলাদেশ শিগগিরই বহুদলীয় গণতন্ত্রে ফিরবে, আশা যুক্তরাজ্যের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪ যুক্তরাজ্য মনে করে, বাংলাদেশ শিগগিরই বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরবে। ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট আজ রোববার এ আশাবাদ ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী ওয়েস্ট বলেন, দেশকে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শিগগির একটি রূপরেখা দেবে। ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌফিক হোসেনের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল শনিবার ঢাকায় পৌঁছার পর সামাজিক মাধ্যম এক্স–এ দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ ও জবাবদিহিমূলক ব্যবস্থা বাংলাদেশের প্রাপ্য। ব্রিটিশ প্রতিমন্ত্রী আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। Related posts:বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাডাকসু নেতাদের কর্মকাণ্ড আমার ভালো লাগে না : রাষ্ট্রপতিকোটা আন্দোলনে মৃত্যুর সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী Post Views: ৫৮ SHARES জাতীয় বিষয়: