পরমাণু যুদ্ধের জন্য উসকানি দিচ্ছে ওয়াশিংটন: কিম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪ বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তেজনা ছড়াচ্ছে বলে অভিযোগ করে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, পরমাণু যুদ্ধের জন্য উসকানি দিচ্ছে ওয়াশিংটন। কোরিয়া উপদ্বীপ কখনও এতটা পারমাণবিক যুদ্ধের ঝুঁকির মুখে পড়েনি বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার (২২ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার(২১ নভেম্বর) এক সামরিক প্রদর্শনীতে দেয়া বক্তব্যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সবসময়ই আগ্রাসী ও প্রতিকূল মনোভাব রয়েছে মার্কিন প্রশাসনের। যুক্তরাষ্ট্রের যুদ্ধ নীতির কড়া সমালোচনা করে কিম দাবি করেন, বিশ্বজুড়ে উত্তেজনা ছড়াচ্ছে ওয়াশিংটন। সেই সাথে বাইডেনের বিরুদ্ধে অভিযোগের তীর তুলে বলেন, পরমাণু যুদ্ধের জন্য উসকানি দিচ্ছে মার্কিন প্রশাসন। তিনি বলেন, ‘কোরীয় উপদ্বীপে বিবাদমান পক্ষগুলো কখনও এতটা তীব্র ও বিপজ্জনক সংঘাতের মুখোমুখি হয়নি, যা ধ্বংসাত্মক থার্মোনিউক্লিয়ার যুদ্ধে রূপ নিতে পারে।’ কিম যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন। ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় সবসময়ই পিয়ংইয়ং আগ্রাসী মনোভাবের শিকার বলেও ক্ষোভ ঝাড়েন তিনি। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে একাধিক বৈঠকের উদাহরণ টেনে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে যতদূর যেতে পারি ততদূরে গেছি। কিন্তু সেসব আলোচনা থেকে কেবল এটাই দেখা গেছে যে, উত্তর কোরিয়ার প্রতি তাদের আগ্রাসী ও বৈরি নীতি কখনওই বদলাতে পারে না।’ Related posts:ইরানের প্রেসিডেন্ট হলেন রাইসিনেপালে ভূমিধসে নিহত ১৭, নিখোঁজ আরও ৬বিরোধিতার আড়ালে ইসরায়েলকে বিপুল অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র Post Views: ৯৪ SHARES আন্তর্জাতিক বিষয়: