শেরপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের মতবিনিময় অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৪ শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। সভায় পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তাই কাউকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং ধর্মের নামে কোন কুচক্রী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে সকলকে সজাগ থাকার আহ্বানসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্য বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সমসাময়িক বিষয়ে নিয়ে সভায় বিস্তর আলোচনা করা হয়। এ সময় শেরপুরের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, ডিআইও-১ খন্দকার মোঃ শহিদুল হকসহ জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:নালিতাবাড়ীতে এবার বন বিভাগের ১০ একর জমি উদ্ধার করে উডলট বাগান সৃজনশেরপুরে কামারিয়া ইউনিয়নে সাবেক এমপি শ্যামলীর সেলাই মেশিণ বিতরণশেরপুরে মোটরসাইকেল কিনে না দেয়ায় মাকে পুড়িয়ে হত্যা পাষন্ড সেই ছেলে গ্রেফতার Post Views: ১৮৯ SHARES শেরপুর বিষয়: