শেরপুরে পীরের দরবারে হামলার ঘটনায় আহত একজনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৪ শেরপুরের মুর্শিদপুরে দোজা পীরের দরবারে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় হাফেজ উদ্দিন (৩৯) নামে আহত একজনের মৃত্যু হয়েছে। ২৭ নভেম্বর বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাফেজ সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরী গ্রামের ইদু মিয়ার ছেলে ও ৩ সন্তানের জনক। তিনি পেশায় কাঠের নকশামিস্ত্রী ছিলেন। এদিকে হাফেজ উদ্দিনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। দরবারবিরোধী ও দরবারের ভক্তদের মধ্যে সৃষ্টি হয় টানটান উত্তেজনা। এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম জানান, আহত হাফেজ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে এখন পর্যন্ত ওই ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। তবে তারা হাফেজ উদ্দিনের মৃত্যুর ঘটনায় জড়িত কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে। উল্লেখ্য, মঙ্গলবার ভোরে শেরপুর সদর উপজেলার লছমনপুর এলাকার মুর্শিদপুর খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারে হামলা চালায় একদল লোক। এ সময় দুই পক্ষের সংঘর্ষে হামলাকারীদের মধ্যে হাফেজ উদ্দিনসহ অন্তত ১৩ জন আহত হয়। ওই ঘটনায় দরবারের তরফ থেকে দায়ের করা মামলায় আহত হাফেজ উদ্দিনসহ ৭ জনকে আটক করে পুলিশ। এদিকে আহতদের মধ্যে অবস্থার অবনতি হলে হাফেজ উদ্দিনকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার সকালে মৃত্যু হয় তার। Related posts:শেরপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের মৃত চালক সদস্যের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদানঝিনাইগাতীতে ওসি পরিচয় দেয়া প্রতারক এসআইয়ের হাতে আটকশেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় Post Views: ১৭১ SHARES শেরপুর বিষয়: