যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪ ১০ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ২০১) সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক ও দলীয় কাজেই মির্জা ফখরুলের এই যুক্তরাজ্য যাত্রা। সফরে যুক্তরাজ্যে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ হবে। এদিকে দলের আরেকটি সূত্র বলছে, ১১ ডিসেম্বর মির্জা ফখরুল দেশে ফেরার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য ১৩ ডিসেম্বর দেশ ছাড়তে পারেন। সে জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সূত্রটি আরও জানায়, খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন। এরপর সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারেন। Related posts:আমলাদের দিকে আঙুল না তুলে রাজনীতিকদেরও আয়না দেখা দরকার: ওবায়দুল কাদেরএকটা জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিবযুবলীগের দুর্নীতিবাজ কেউ যেন গণভবনে না আসে Post Views: ৪৭ SHARES জাতীয় বিষয়: