এফবিআই প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪ যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা, ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ প্রমোদ ‘কাশ’ প্যাটেলকে (৪৪) এফবিআই প্রধান হিসেবে নিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন দেশটির নবনিযুক্ত প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কাশ প্যাটেল নামেই বেশি পরিচিত। কাশ প্যাটেল এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনজীবী ও কৌঁসুলি হিসেবে কাজ করেছেন। ২০২৩ সালে তিনি ‘গভর্নমেন্ট গ্যাংস্টারস’ নামে একটি অনুসন্ধানী বই প্রকাশ করেছিলেন যার উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্প। যদিও এফবিআইর বর্তমান পরিচালক রেই-এর চাকরির মেয়াদ আরও তিন বছর রয়েছে। ২০২৭ পর্যন্ত তার মেয়াদ থাকলেও তাকে সরিয়ে দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। রেই এফবিআই এর প্রধান থাকার সময় আদালতের সম্মতিতে সরকারি গোপনীয় নথি উদ্ধারে ট্রাম্পের বাসভবনে তল্লাশি চালানো হয়েছিল। এ ঘটনায় তিনি ট্রাম্পের বিরাগভাজন হয়েছেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। কাশ প্যাটেলকে এ পদে নিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। এফবিআই প্রধানদের রাজনীতিমুক্ত রাখতে তাদের পদের মেয়াদ ১০ বছর নির্ধারণ করা হয়। শনিবার এক ঘোষণায় বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার রেইকে পদ থেকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে প্যাটেল জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। তবে প্যাটেলের মনোনয়নে সিনেটে ডেমোক্র্যাটদের কাছ থেকে কিছুটা বিরোধিতা আসতে পারে। ট্রাম্প ক্ষমতায় এলেও রেই’র পদত্যাগের কোনো ইচ্ছে নেই বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন। আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করবেন। খবর-রয়টার্স Related posts:হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরায়েলেরইসলামোফোবিয়া বন্ধে একজোট তুরস্ক-পাকিস্তান-আজারবাইজান১১ চীনা কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা Post Views: ৯৪ SHARES আন্তর্জাতিক বিষয়: