শেরপুর মুক্ত দিবস উপলক্ষে বীর শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪ শেরপুরে এবার কেবল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ৭ ডিসেম্বর শেরপুর মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের বীর মুক্তিযোদ্ধারা শহরের সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে সমবেত হন। পরে সেখান থেকে পায়ে হেঁটে শেরপুর শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গিয়ে সেখানে ১৯৭১ সালের বীর শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। পরে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাদদেশে এক সংক্ষিপ্ত মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরো, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, জেলা সেক্টর কমান্ডারস ফোরাম ও মুক্তিযুদ্ধ’৭১ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন সুরুজ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ কাক্কু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক প্রমুখ। ওইসময় বীর মুক্তিযোদ্ধারা ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ প্রভৃতি শ্লোগান দিয়ে এলাকা প্রকম্পিত করে তুলেন। উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর ভারতীয় মিত্র বাহিনীর সর্বাধিনায়ক জগজিৎ সিং অরোরা হেলিকপ্টারযোগে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অবতরণ করে শেরপুর মুক্ত ঘোষণা করেন এবং সেখানে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। মুক্ত শেরপুরবাসী এদিন তাকে স্বাগত জানায় এবং চারদিকে জয়বাংলা শ্লোগানে মুখরিত করে। এখানে দাঁড়িয়েই বিবিসি, ভয়েস অব আমেরিকা, রেডিও মস্কো, আকাশবাণীসহ বিভিন্ন বেতার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ৭ দিনের মধ্যে ঢাকাকে মুক্ত করার আশাবাদ ব্যক্ত করেছিলেন জগজিৎ সিং অরোরা। পরবর্তীতে অরোরার সে কথাই সত্য হয়েছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় লাভ করে বীর বাঙালি। Related posts:শেরপুরে ছিনতাইয়ের সময়ে যুবক আটকঝিনাইগাতীতে উপজাতি পরিবারের মাঝে পুলিশ সুপারের খাদ্য সামগ্রী বিতরণশেরপুরের বাজিতখিলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ Post Views: ৬৬ SHARES শেরপুর বিষয়: