শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসুচির মধ্য দিয়ে শেরপুরে শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষ্যে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রীবরদী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে সকালে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী মানববন্ধন। দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম রুহুল আমিন কালাম। উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুর রহিম দুলাল, উপজেলা জামায়াত ইসলামি বাংলাদেশের আমীর আজহারুল ইসলাম মিস্টার প্রমুখ । উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে আদালত ভবনে মাতৃদুগ্ধপান কেন্দ্র স্থাপননালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংসশেরপুরে এবার শিক্ষকদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার দিলেন সাবেক এমপি শ্যামলী Post Views: ৬৮ SHARES শেরপুর বিষয়: