নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪

শেরপুরের নালিতাবাড়ীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে।৯ ডিসেম্বর সোমবার উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর যৌথ আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদের গেইটের সম্মুখে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদের সভা কক্ষে“নতুন বাংলাদেশ” দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)নালিতাবাড়ীর সভাপতি এম এ হাকাম হীরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। ইয়েস দলনেতা অভিজিৎ সাহার সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক নালিতাবাড়ীর সহসভাপতি মশিউর রহমান, সদস্য সাদরুল আহসান মাসুম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সাধারণ সম্পাদক মান্নান সোহেল, সহ-সভাপতি সুধাংশু কালোয়ার, হাফিজুর রহমান, সদস্য অসীম দত্ত হাবলু, বিপ্লব দে কেটু, ক্লোডিয়া নকরেক কেয়া, রোকেয়া নাসরিন প্রমুখ।
পরে উপস্থিত সকলকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান সনাক সহসভাপতি মশিউর রহমান। এসময় সনাক, ইয়েস ও এসিজি সদস্য, সরকারী ও বেসরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থীসহ প্রায় দুইশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।