ঝিনাইগাতীতে তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪ হারুন অর রশিদ দুদু : বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় “তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার নিমিত্ত জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে” শেরপুরের ঝিনাইগাতীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার শেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা সরকারি আদর্শ কলেজের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। ওই কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মলয় কুমার চাকির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের, কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক সুশান্ত চন্দ্র রায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আজাহারুল ইসলাম জুয়েল, ইংরেজি বিভাগের প্রভাষক আসাদুজ্জামান, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নিয়ামুল বাছির। শিক্ষার্থীদের পক্ষ থেকে তারুণ্যের উপর বক্তব্য রাখেন, ১ম বর্ষের ছাত্রী রুপসী ও ২য় বর্ষের ছাত্র জাকারিয়া। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ’৫২ এর ভাষা আন্দোলনের কারণে আজ আমরা বাংলায় কথা বলছি। ’৭১ এর মুক্তিযুদ্ধ এবং জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের স্বাধীনতা তরুণদের হাত ধরেই এসেছে। তরুণরাই আগামীর দিক নির্দেশক। এছাড়াও অন্যান্য বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। সকল ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। তরুণদের হাত ধরেই জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাষ্ট্রে যেন বৈষম্য ও স্বৈরশাসন তৈরি না হয়। তরুণদের সকল ক্ষেত্রে প্রাধান্য দিয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। Related posts:ঝিনাইগাতীতে প্রায় পাঁচ বছর ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে সেতুটি!মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেল নকলার ৪২ ভুমিহীন পরিবারনকলায় জাহেদ আলী চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন Post Views: ১৬৪ SHARES শেরপুর বিষয়: