আদরজান ফাউন্ডেশনের উদ্যোগে আরও দুই শতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

মাহবুবা রহমান শিমু ॥ শেরপুরে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী এর প্রতিষ্ঠিত আদরজান ফাউন্ডেশনের উদ্যোগে চলমান ত্রাণ বিতরণের অংশ হিসেবে ঢাকলহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শতাধিক কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৪ এপ্রিল শনিবার বিকালে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ কালে, ঢাকলহাটী এলাকার সেমাজ সেবক মোঃ হুমায়ুন ফরিদ, করম আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আদরজান ফাউন্ডেশনের পক্ষ থেকে মোঃ উমর ফারুক বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া এসব দিনমজুর, শ্রমিক, রিকশাচালকসহ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে আদরজান ফাউন্ডেশনের খাদ্য বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।