‘সৌদির সঙ্গে বৈঠকের পরই মধ্যপ্রাচ্যে নারীকর্মী পাঠানো বন্ধের সিদ্ধান্ত’ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯ অনলাইন ডেস্ক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, আগামী ২৬ ও ২৭ নভেম্বর সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পরই মধ্যপ্রাচ্যে নারীকর্মী পাঠানো বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। এসময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্স ও বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন তিনি।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরও বলেন, নারীকর্মীরা যাতে বিদেশে গিয়ে নিরাপদে ও সম্মান নিয়ে কাজ করতে পারে আমরা সেই ব্যবস্থা করবো। ব্যর্থ হলে অন্য ব্যবস্থা নেব। নারীকর্মী না পাঠালে পুরুষকর্মী নেয়াও বন্ধ করে দিবে সৌদি কর্তৃপক্ষ, এমন আশঙ্কার বিষয়ে মন্ত্রী বলেন, ‘নারীকর্মীর সঙ্গে পুরুষকর্মী সংযুক্ত থাকতেই হবে আমি এটা এগ্রি করি না।’ তথ্য-উপাত্তসহ লিখিত অভিযোগ পেলে ‘নির্যাতিত সুমির’ প্রসঙ্গেও সৌদি আরব কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান মন্ত্রী। Related posts:গান শোনালেন ‘আত্মগোপনে’ থাকা মমতাজঅপকর্মে লিপ্ত থাকায় রোহিঙ্গা ক্যাম্পে ৪১টি এনজিওর কার্যক্রম প্রত্যাহার: পররাষ্ট্রমন্ত্রীঅনিয়ম দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে : নিউইয়র্কে প্রধানমন্ত্রী Post Views: ১৮১ SHARES জাতীয় বিষয়: