নির্বাচন আয়োজনে আমরা সম্পূর্ণ প্রস্তুত : সিইসি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রথম দিন থেকেই কাজ শুরু করেছি। জাতীয় নির্বাচনের জন্য যেসব প্রস্তুতির দরকার তার সবই আমাদের রয়েছে। প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময়ের ইঙ্গিত দিয়েছেন, সেই অনুযায়ী নির্বাচন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ইঙ্গিত দিয়েছেন সেটি জাতীয় সংসদ নির্বাচন। তিনি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কোনো কিছু বলেননি। আমাদের যারা স্টেকহোল্ডার, রাজনৈতিক দল… তারাও সংসদ নির্বাচনের কথা বলেছে। তারা অন্তবর্তীকালীন সরকারের থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন। কাজেই আমরা সংসদ নির্বাচনের কথা ভাবছি। সীমানা পুনঃনির্ধারণ প্রশ্নে তিনি বলেন, সীমানা পুনঃনির্ধারণ হবে ন্যায্যতার ভিত্তিতে। অতীতের সীমানা নির্ধারণের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম হয়, কোনো প্রার্থীকে জেতানোর জন্য বা কাউকে হারানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো সীমানা পুনর্নির্ধারণ হয়ে থাকে… আমরা সেটি অবশ্যই দেখব। ২০০১ সালের সীমানায় হবে না, বর্তমানেরটার ভিত্তিতে হবে, বিষয়টি তা নয়। আমরা ন্যায্যতার ভিত্তিতে এটা করব। তিনি আরও বলেন, দুই মাস আমাদের হাতে একটি নতুন চূড়ান্ত ভোটার তালিকা আসবে। এরপর আমরা বাড়িবাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করব। অনেকে মারা গেছেন, অনেকে বাদ পড়েছেন, অনেক বিদেশিরা ভোটার হয়েছেন… ভোটারের ডুপ্লিকেশন হয়েছে— এমন তথ্য আমরা পাচ্ছি। এগুলো যাচাই-বাছাই করে আমরা ওই তালিকা সংশোধন করব। ওই সংশোধিত তালিকার আলোকেই ভোট হবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন কিনা? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে এএমএম নাসির উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা একটা সময়সীমাতো ঘোষণা করেছেন। সেই অনুযায়ী আমরা এগোবো। আমরা পাবলিক কি কোনো রোডম্যাপ ঘোষণার চিন্তা করছি না? তবে, কাজ করার জন্য আমাদের নিজস্ব একটি কর্মপরিকল্পনা তো থাকবেই। Related posts:দুর্নীতির টাকা দিয়ে ফুটানি চলবে না : প্রধানমন্ত্রীগণতন্ত্র প্রতিষ্ঠায় নূর হোসেনসহ আরও অনেকে বুকের তাজা রক্ত দিয়ে গেছেন: রাষ্ট্রপতিদেশে করোনায় আরও ৩২ মৃত্যু, আক্রান্ত ৩ লাখ ৬০ হাজার ছাড়াল Post Views: ৭২ SHARES জাতীয় বিষয়: