ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কয়েকটি যানবাহনের সংঘর্ষ, নিহত ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪ ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেশকিছু যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (২২ ডিসেম্বর) সকাল ৭টায় ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের সিংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম- মো. ফরহাদ। তিনি মাইক্রোবাসের চালক ছিলেন। হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকালে ৭টার দিকে সিংপাড়া আন্ডারপাসে মাওয়ামুখী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। একই সময় পেছনে থাকা একটি মাইক্রোবাসসহ এনা, সেবা ও গোল্ডেন লাইন পরিবহনের আরও তিনটি যাত্রীবাহী পরিবহনের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাইওয়ে পুলিশ। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ গন্তব্যে চলে গেছেন। এ ঘটনায় একজন মাইক্রোবাসচালক গুরুতর আহত হয়ে শ্রীনগর হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বজনরা তার লাশ নিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। Related posts:বঙ্গবন্ধুর ‘ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করলেন মেয়ে প্রধানমন্ত্রীপ্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন তিনজনসাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল বাংলাদেশ ব্যাংক Post Views: ৯৭ SHARES জাতীয় বিষয়: