ইরানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯, আহত ১৩ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪ ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দুটি জানায়, সোমবার (২৩ ডিসেম্বর) বেলুচিস্তানের একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ নিয়ে ইরানে একদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সড়ক দুর্ঘটনা ঘটলো। এর আগে, শনিবার (২১ ডিসেম্বর) রাজধানী তেহরান থেকে প্রায় ৪৫০ কিলোমিটার (২৮০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত দুর্গম পাহাড়ি এলাকায় একটি আন্তঃনগর বাস খাদে পড়ে নয়জন যাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন ১৪ জন। সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মোহাম্মদ মেহদি সাজ্জাদি আইআরএনএকে বলেছেন, প্রদেশের জাহেদান এলাকার কাছে জ্বালানি ট্রাক-বাসের সংঘর্ষে নয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। Related posts:স্পেনে ২৪ ঘণ্টায় ২৩৫ জনের প্রাণ কাড়ল করোনা, মোট ১০০২ইরানের আরেক জেনারেলকে হত্যার মার্কিন চেষ্টা ব্যর্থমিয়ানমারে সেনা-বিদ্রোহী সংঘর্ষ, ভারতে শরণার্থীর ঢল Post Views: ৯০ SHARES আন্তর্জাতিক বিষয়: