শেরপুরে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪ শেরপুর ম্যাজিস্ট্রেসীর উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসীর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ। সভায় পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, শেরপুর অস্থায়ী সেনাক্যাম্পের মেজর মোঃ তাউসিফ বিন হাসান, সিভিল সার্জন জনাব ডা. মুহাম্মদ জসীম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, জেলা প্রশাসকের প্রতিনিধি, জেলা আদালতের পিপি, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, সিআইডি ও পিবিআই এর প্রতিনিধি-সহঅন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় পরোয়ানা জারি ও তামিল, সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আগমন ও ফিরে যাওয়ার নিরাপত্তা, তদন্ত ও অনুসন্ধানে অপ্রত্যাশিত বাধা অপসারণ, সময়মত ও সুস্পষ্ট মেডিকেল রিপোর্ট প্রদান সংক্রান্ত, জেল হাজত হতে বিচারাধীন বন্দীদের সঠিক সময়ে আদালতে উপস্থাপন, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা জারি, আদালত প্রাঙ্গণের নিরাপত্তার পদক্ষেপ, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের নিরাপত্তা, মালখানা থেকে সময়মত আলামত উপস্থাপন, ফৌজদারী বিচার ব্যবস্থার স্বাচ্ছন্দ্য নিস্পত্তির বিষয়ে পুলিশ ম্যাজিষ্ট্রেসীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা, মামলা দ্রুত নিস্পিত্তিতে গৃহীত সিদ্ধান্তসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। সভায় পুলিশ সুপার তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। Related posts:শেরপুরে র্যাবের পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারশেরপুরে জেলা প্রশাসকের গণশুনানীতে হুইল চেয়ার পেলেন ৪ প্রতিবন্ধীকরোনা আক্রান্ত সহকর্মীর খোঁজ নিলেন শেরপুরের পুলিশ সুপার আজীম Post Views: ৯০ SHARES শেরপুর বিষয়: