নালিতাবাড়ীতে বিষপানে যুবকের আত্মহত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪ শেরপুরের নালিতাবাড়ীতে ইব্রাহিম খলিল (৩০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কলসপাড় ইউনিয়নের ফটিয়াকান্দি গ্রামে ওই ঘটনা ঘটে। মাদকাসক্তের কারণে পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফটিয়াকান্দি গ্রামের আমির উদ্দিনের মেয়ের সাথে নাকশি গ্রামের সেকান্দর আলীর ছেলে ইব্রাহিম খলিলের পারিবারিক বিয়ে হয়। বিয়ের পর ওই সংসারে এক কন্যা ও এক ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু ইব্রাহিম মাদকাসক্ত হওয়ায় প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। একপর্যায়ে ভালো হওয়ার শর্তে শ্বশুরবাড়ির লোকজন তার স্ত্রীকে বাড়ি নিয়ে যায়। ফলে ইব্রাহিম মানকিভাবে ভেঙে পড়ে। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বের হয়। পরদিন শ্বশুরবাড়ির কাছাকাছি একটি পুকুর পাড়ে ইব্রাহিমের লাশ পাওয়া যায়। তার লাশের পাশেই বিষের বোতল পাওয়া যায়। বুধবার সকালে স্থানীয় লোকজন ইব্রাহিম খলিলের লাশ পড়ে থাকতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে জাল টাকাসহ গ্রেফতার ১শেরপুরের সিভিল সার্জনকে জেলা প্রশাসনের বিদায়ী সংবর্ধনাশেরপুরে সাবেক এমপি শ্যামলীর ঈদবস্ত্র পেলো আরও ১ হাজার অসহায় মানুষ Post Views: ৯২ SHARES শেরপুর বিষয়: