শেরপুরে হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের দিন গত ৫ আগস্ট শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ ডিসেম্বর বুধবার রাতে ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বাকাকুড়া এলাকায় অভিযান চালিয়ে ছম আলীকে (৬৮) গ্রেফতার করে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের টিম। তিনি শেরপুর সদর উপজেলার বড়ইতলা এলাকার শরবেশ আলীর ছেলে।

র‍্যাব–১৪ সিপিসি–১ মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিত করেছেন।
র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে স্থাপনার ক্ষয়ক্ষতি করে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ জন হাজতি ও কয়েদিকে পালাতে সহায়তা করে। এরপর থেকে জেল পলাতক আসামিদের আটক করতে অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার ৩০ বছরের সাজাপ্রাপ্ত ছম আলীকে ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বাকাকুড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ছম আলীকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।