শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫ ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে শেরপুরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ওয়াকাথন, মুক্ত আড্ডা ও ক্রেস্ট বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা কালেক্টরেট প্রাঙ্গণে ওয়াকাথনের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, সহকারী পরিচালক মো. আব্দুল মোতালেব মিয়া, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমানসহ স্থানীয় সাংবাদিকগণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সমাজসেবার উপকারভোগীরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ জনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। Related posts:শেরপুরে রেহানা ইদ্রিস মডেল একাডেমীর বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিতশেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিতশেরপুরে ভেজাল হলুদের গুড়া তৈরির সময় গ্রেফতার ২ Post Views: ৯৮ SHARES শেরপুর বিষয়: