শেরপুরে হতদরিদ্র মানুষের মাঝে জামায়াতে ইসলামীর কম্বল বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫ শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ৬ জানুয়ারি সোমবার সকালে শহরের নওহাটা এলাকায় শহর জামায়াতে ইসলামী, ৯নং ওয়ার্ড শাখার আয়োজনে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন। শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান হাসান ও এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রভাষক মোহাম্মদ জাহিদ আনোয়ার। শহর জামায়াতের ৯নং ওয়ার্ড শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহসীন আলী আকন্দ, বিএনপি নেতা জহুরুল হক কুদ্দুস, আলম বাদশা প্রমুখ। এদিন স্থানীয় ৩শ হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। Related posts:শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযাননকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিতশেরপুরে কঙ্কাল চোরচক্রের ৬ সদস্য আটক Post Views: ৬৭ SHARES শেরপুর বিষয়: