শেরপুরে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেপ্তার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫ শেরপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১০ জানুয়ারি) ভোরে রৌহা চরপাড়া এলাকায় তাঁদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের রৌহা চরপাড়া এলাকার মৃত আজগর আলীর ছেলে আজমত আলী (৪২) এবং একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে ফজলুল হক ফজু (৫৬)। পুলিশ জানায়, সদর উপজেলার মনজুরুল ইসলাম হত্যাকাণ্ডে ২০০৬ সালে মামলা হয়। এতে সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে আজমত আলী ও ফজলুল হককে যাবজ্জীবন সাজা দেন আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ ভোর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল রৌহা চরপাড়া এলাকায় অভিযান চালায়। ওই সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। সদর থানার ওসি মো. জুবায়দুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। Related posts:শেরপুরে হাফিজুল-শহিদুল চক্রের হাতে জিম্মি এক পল্লীঝিনাইগাতীতে ১৫টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারশ্রীবরদীতে অবৈধ অ্যাসিড বিক্রির অভিযোগে আটক ১ Post Views: ৯৬ SHARES শেরপুর বিষয়: