শ্রীবরদীতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২১

শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। ১৩ জুলাই মঙ্গলবার বিকালে উপজেলার ঢনঢনিয়া দক্ষিণপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। বৃদ্ধ হাবিল উদ্দিন (৭০) ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত দুল মামুনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর পূর্বে বৃদ্ধ হাবিল উদ্দিনের স্ত্রী মারা যান। তার একমাত্র মেয়েরও বিয়ে হয়ে গেছে। ফলে তিনি ঢনঢনিয়া গ্রামের বাড়িতে একাই থাকতেন। কিছু দিন যাবত তিনি বিভিন্ন জটিল রোগে ভোগছিলেন। এ সব কারণে তিনি সবার অজান্তে মঙ্গলবার বিকালে তার বসত ঘরের ধরনা সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরে প্রতিবেশীরা তার ঘরের দরজা বন্ধ দেখে ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। প্রতিবেশীরা তারা ঝুলন্ত দেহ মাটিতে নামায়। সংবাদ পেয়ে শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. নুর উদ্দিন ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।