নালিতাবাড়ী থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫ শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। ১১ জানুয়ারি শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে নালিতাবাড়ী থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন উত্তর গড়কান্দা এলাকার মজিবর রহমানের ছেলে মাসুদ রানা, শিমুলতলা এলাকার সাইদুল হকের ছেলে আব্দুর রহমান, মাইটাল এলাকার মৃত আস্কর আলীর ছেলে গফুর আলী, দক্ষিণ বনকুড়া এলাকার শরীফ উদ্দীনের ছেলে হযরত আলী, নালিতাবাড়ী নিজপাড়া এলাকার রফিজ উদ্দিনের ছেলে হাসেম আলী এবং উত্তর কোন্নগর এলাকার মৃত শাজাহান বাদশার ছেলে আব্দুল মান্নান। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷ Related posts:শিল্পপতি ইদ্রিস মিয়া’র ৩য় মৃত্যুবার্ষিকীতে শেরপুরের ৪০ মসজিদে ইদ্রিস গ্রুপের ৮ হাজার ইফতার বিতরণযুক্তরাষ্ট্র প্রবাসী হত্যারহস্য উদঘাটনের দাবি পুলিশের: গ্রেপ্তার ৬ঝিনাইগাতীতে জমিসহ ঘর পেল ২৫ গৃহহীন ও ভূমিহীন পরিবার Post Views: ৯৫ SHARES শেরপুর বিষয়: