নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, পাম্প ও মোটরসাইকেল জব্দ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫ শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ৪টি ড্রেজার মেশিন, ৪ টি পাইপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ১০ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার যোগানিয়া ইউনিয়নের গোবিন্দনগর এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত উপজেলার যোগানিয়া ইউনিয়নের গোবিন্দনগর এলাকায় ভোগাই নদীর তীর বিনষ্ট ও অবৈধ বালু উত্তোলন করে আসছিলো কিছু অসাধু বালু ব্যবসায়ী। পরে শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪টি ড্রেজার মেশিন ও ৪ টি পাম্প জব্দ করা হয়। এছাড়াও একটি নৌকা এবং ৩টি মাচা ও বেশ কয়েকটি পাইপ ধ্বংস করা হয়। ওইসময় ভ্রাম্যমাণ আদালতের ভয়ে এক অবৈধ বালু ব্যবসায়ী তার মোটরসাইকেল রেখেই পালিয়ে গেলে ওই মোটরসাইকেলও জব্দ করে প্রশাসন৷ বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে। Related posts:শেরপুর পৌরসভা গণগ্রন্থাগারের উদ্বোধনশেরপুরের শ্রীবরদীতে ইটভাটা পাহারাদার হত্যার বিচারের দাবিতে মানববন্ধননকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Post Views: ৮৬ SHARES শেরপুর বিষয়: