সরকারি কর্মচারীদের বেতন ৫ শতাংশ হারে বাড়ানোর সুপারিশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫ স্থায়ী বেতন কমিশন গঠন করে তার মাধ্যমে সরকারি কর্মচারীদের প্রতি বছর পাঁচ শতাংশ হারে বেতন বাড়ানোর সুপারিশ করেছে জনপ্রশাসন সরকার কমিশন। আজ বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনটি প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয় থেকে দেশের মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত ইনডেক্স বিশ্লেষণ করে মূল বেতন প্রতি বছর বেতন বাড়ানো যেতে পারে। তবে তা ৫ শতাংশের বেশি হবে না। এ উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়াও সরকারি কর্মচারীরা ১৫ বছর চাকরি করার পর স্বেচ্ছায় চাকরি ছাড়লে তাদের পেনশনসহ সব ধরনের অবসর সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বাধ্যতামূলক অবসর বা ওএসডিতে পাঠানোর বিধান বাতিলের প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। Related posts:জি কে শামীমের টেন্ডার প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে : গণপূর্তমন্ত্রীকরোনায় দেশে ২৪ ঘন্টায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত আরও ২৬৯৫শেরপুরে সীমান্তবর্তী উপজেলা গুলোতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে কারিতাসের লিফলেট বিতরণ Post Views: ৭৫ SHARES জাতীয় বিষয়: