পুলিশকে কোমর সোজা করে দাঁড়াতে দেন: স্বরাষ্ট্রসচিব

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে জনগণের কাছে সময় চেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি। পুলিশ বাহিনীকে ‘কোমর সোজা করে দাঁড়াতে’ সময় দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

আজ রোববার সচিবালয়ে নিরাপত্তা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
সারা দেশে চলছে যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ রাতভর অভিযানে গাজীপুরে আওয়ামী লীগের অন্তত ৪১ নেতা–কর্মীকে আটক করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আটকের তথ্য আসছে।
এই অভিযানের বিষয়ে আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক ছিল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
বর্তমান সরকারের ছয় মাস হয়ে যাওয়ার পরও মানুষ এখনো পুলিশের কাছে নিরাপত্তা পাচ্ছে না— এ বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে সিনিয়র সচিব বলেন, ‘যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখেনি। আমরা অতটা অমানবিক হতে পারিনি। আমরা অনুভব করি, কিছু লোক ভয়ের কারণে করেছে। কিছু যারা ডাইভার্ট ছিল তারা পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে।’