শেরপুরে দুদিনব্যাপী পিঠা উৎসব ও পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে ধারণ করে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে দুদিনব্যাপী পিঠা উৎসব ও পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি উদ্যান চত্বরে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচাল ও পৌর প্রশাসক তোফায়েল আহমেদ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিগণ মেলার স্টলসমূহ ঘুরে দেখেন। জানা যায়, মেলায় স্থাপিত ২৫টি স্টলে বিভিন্ন পিঠা, আচার, কেকসহ হাতে তৈরি পণ্যের প্রদর্শনী বসানো হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। আগামীকাল মঙ্গলবার মেলার সমাপনী অনুষ্ঠিত হবে। Related posts:শেরপুরে এক কৃষকের ৫০ শতক জমির ধান কেটে দিল কৃষক লীগশেরপুরে জাতীয় শোক দিবসে যুব মহিলা লীগের আলোচনা ও দোয়া অনুষ্ঠিতনকলায় ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যুব সমাবেশ Post Views: ৬৮ SHARES শেরপুর বিষয়: