শেরপুরে জেলা রোভার ও স্কাউটসের বিশেষ কাউন্সিল সভা : নতুন কমিটি গঠন

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার ও জেলা স্কউটসের বিশেষ কাউন্সিল সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি সোমবার কালেক্টরেট ভবনের তুলশীমালা ট্রেনিং কাম কনফারেন্স রুমে ওই কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।

জেলা রোভার ও জেলা স্কাউটসের এ কাউন্সিল সভায় ডেলিগেটদের সর্বসম্মতিতে আগামী তিন বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব ও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল আহসান। জেলা রোভারের কমিশনার পদে শেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.জ.ম. রেজাউল করিম খান এবং সাধারণ সম্পাদক পদে ঝিনাইগাতী সরকারি আদর্শ কলেজের শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া শেরপুর জেলা স্কাউটসের কমিশনার পদে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া নির্বাচিত হয়েছেন।
সকালে অনুষ্ঠিত শেরপুর জেলা রোভারের বিশেষ কাউন্সিলে আগামী তিন বছরের জন্য নির্বাচিতরা হলেন : সভাপতি পদে পদাধিকার বলে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ৫ সহ-সভাপতি পদে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রউফ, শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. আলিফ উল্লাহ আহসান, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ফজলুর রহমান, শেরপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন কাজল এবং মুক্ত রোভার দলের আলহাজ্ব মো. শফিউল আলম চান। কমিশনার পদে নির্বাচিত হন শেরপুর সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.জ.ম. রেজাউল করিম খান ও কোষাধ্যক্ষ পদে ডা. সেকান্দর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামসুল আলম। সাধারণ সম্পাদক পদে ঝিনাইগাতী সরকারি আদর্শ কলেজের শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান নির্বাচিত হন। এছাড়া অন্যান্য পদে আরও কয়েকজন সরাসরি নির্বাচিত হন।
কাউন্সিল সভাটি পরিচালনা করেন বিদায়ী অ্যাডহক কমিটির সদস্য সচিব স্কাউট ময়মনসিংহ অঞ্চলের সহকারি পরিচালক মো. শরিফ উদ্দিন। উক্ত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ, অ্যাডহক কমিটির সদস্য অধ্যক্ষ মো. কে.এম. ফারুক, মাওলানা মিনহাজ উদ্দিন প্রমুখ। কাউন্সিল সভায় শেরপুর জেলা রোভার এর বিভিন্ন কলেজ ইউনিটের গ্রুপ কমিটির সভাপতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও আরএসএলসহ ৭৬ জনের মধ্যে ৭২ জন উপস্থিত ছিলেন। এছাড়াও রোভার ও গার্লস ইন রোভার সদস্যরা উপস্থিত থেকে সেবা প্রদান করে।
এদিকে একই ভেন্যুতে এদিন দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল আহসানের সভাপতিত্বে জেলা স্কউটসের বিশেষ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত ডেলিগেটদের কন্ঠভোটে কমিশনার পদে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া নির্বাচিত হন। এতেও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল আহসান। এছাড়া অন্যান্য পদেও এদিন নির্বাচন অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিটের স্কাউট ও রোভার দলের পক্ষ থেকে নব-নির্বাচিত কমিটির কর্মকর্তাদের অভিনন্দন জানানো হয়।