আগামী নির্বাচন নিয়ে ইউএনডিপির প্রতিনিধির ভবিষ্যদ্বাণী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫ আগামীতে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উন্নয়ন সহযোগীদের জন্য আয়োজিত এক ব্রিফিং শেষে এ কথা বলেন স্টেফান লিলার। তিনি বলেন, ‘আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে সমর্থন করছি। আশা করি বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে এবং সেটিই আমাদের আকাঙ্ক্ষা।’ ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, দক্ষিণ কোরিয়াসহ ১৮টি দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা নির্বাচন ভবনে আয়োজিত এ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। পরবর্তী সাধারণ নির্বাচন কবে হবে সেটি ‘অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত’ বলেও মন্তব্য করেন স্টেফান। আরও বলেন, ‘এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’ এছাড়া নির্বাচনের চ্যালেঞ্জ নিয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি স্টেফান। তিনি বলেন, ‘গত ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সহযোগিতা চেয়েছিল কমিশন। এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘ কমিশনকে কী ধরনের কারিগরি সহায়তা দিতে পারে, সেটা জানানোর জন্য জানুয়ারিতে একটি দল দুই সপ্তাহ ধরে নির্বাচন কমিশন পরিদর্শন করেছে।’ Related posts:তিন দিনে টিকা নেওয়ার হার তিন গুণদুই সহযোগীসহ ‘লেডি গ্যাং লিডার’ সিমি গ্রেফতারবঙ্গবন্ধুর কয়েকজন পলাতক খুনিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Post Views: ৬৩ SHARES জাতীয় বিষয়: