শেরপুরে শিক্ষার্থীদের কফিন মিছিল অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় এক শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শেরপুরে কফিন মিছিল হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার রাত ৯টায় শহরের থানার মোড় হতে ওই কফিন মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি নিউমার্কেট হয়ে শহীদ মাহবুব চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় তারা- ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে’, ‘ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হৈ হৈ রৈ রৈ, খুনি হাসিনা গেলি কই’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন। মিছিল শেষে শহীদ মাহবুব চত্বরে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, সদস্য সচিব শাহনুর রহমান সায়েম, মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিনসহ অন্যান্যরা। এ সময় নেতৃবৃন্দ বলেন, হাসিনা জুলাইয়ের অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে। দীর্ঘ ১৭ বছর ভিন্নমতের মানুষদের আয়নাঘরের মতো জায়গায় নিয়ে শাস্তি দিয়েছে। দুই হাজার প্রাণের বিনিময়ে স্বৈরাচার পালিয়েছে। তবে আজ স্বাধীনতার ৬ মাস পরেও বিপ্লবীদের শহিদ হতে হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে এর জবাব দিতে হবে। আমাদের শেরপুরের ১৩ জন ভাই শহীদ হয়েছে। আওয়ামী লীগের সেইসব ঘাতকদের যারা আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সেইসাথে এই মাটিতে আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক শক্তি কাজে লাগিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। Related posts:ঝিনাইগাতীতে ইউএনও’র গঠিত করোনা তহবিল থেকে ২৯৩ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণঝিনাইগাতীতে শান্তিপূর্ণ ভাবে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুশেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত Post Views: ১৫৭ SHARES শেরপুর বিষয়: