শেরপুরের ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের আর্থসামাজিক অবস্থা জরিপ প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের বিষয়ে অবহিতকরণ সভা

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫

‘শেরপুর জেলায় বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের আর্থসামাজিক অবস্থা জরিপ ২০২৩’ শীর্ষক প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ ফেব্রুয়ারি বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাহমুদ ভুইয়া, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সভায় প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরে জানানো হয়, শেরপুরে ২০ হাজার ৮৪০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ বাস করেন। এ জনগোষ্ঠীর মধ্যে ৬৪ দশমিক শূন্য ৮ শতাংশ শিক্ষিত। শেরপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে বাংলায় কথা বলে ৪২ দশমিক ২৫ শতাংশ। দ্বিতীয় গারো ভাষায় কথা বলে ৩১ দশমিক ৬২ শতাংশ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মসংস্থানের হার ১৫ থেকে বেশি বছর বয়সের মানুষের মধ্যে ৫১ দশমিক ৮৪ শতাংশ। জেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে প্রতিবন্ধীর হার এক দশমিক ৮৪ শতাংশ।