ঝিনাইগাতীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেরপুরের ঝিনাইগাতীতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে ১৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে উপজেলার ধানহাটি এলাকায় আয়োজিত বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্‌স) শাহ শিবলী সাদিক। এতে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, মো. লুৎফর রহমান, উপজেলা জামায়াতের আমির মো. নুর ইসলাম, হেফাজতে ইসলামের শেরপুর জেলা আমির মুফতি খালিছুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, মো. রোকনুজ্জামান, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এস কে সাত্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের সংগঠক লুৎফর রহমান লাজু, ঝিনাইগাতী বণিক সমিতির কোষাধ্যক্ষ মো. জাহিদুল হক মনির প্রমুখ।
সভায় বক্তারা সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিবাহ রোধে ঝিনাইগাতী থানা পুলিশের কার্যকর ভূমিকার জন্য ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, কাজী, ইমাম, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।