না‌লিতাবাড়ী‌তে নানা আয়োজ‌নে দু’দিনব্যাপী তথ্য মেলা শুরু

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

‘তথ্য শ‌ক্তি, জান‌বো-জানা‌বো, দুর্নী‌তি রুখ‌বো’ এই স্লোগান‌কে সাম‌নে রে‌খে শেরপু‌রের না‌লিতাবাড়ী উপ‌জেলায় দু’দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সোমবার উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর যৌথ আয়োজনে শহ‌রের স্থানীয় শ‌হিদ মিনার প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই মেলার উদ্বোধন ক‌রেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ব‌বি।

এ উপলক্ষে স‌চেতন নাগ‌রিক ক‌মি‌টির সদস্য অধ্যাপক এনা‌য়েত আলীর সভাপ‌তি‌ত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মো. আনিসুর রহমান, উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. তৌ‌ফিক আহ‌মেদ, টিআইবির ক্লাস্টার কো‌অর্ডিনেটর আরিফল ইসলাম, সনাক সদস্য মশিউর রহমান প্রমুখ।
দু’দিনব্যাপী এ আয়োজনে সরকারের বিভিন্ন দপ্তরের অংশগ্রহনে গণশুনানী, দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেলায় সরকারি ২২ টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও বেসরকারি ৭ টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্টল রয়েছে।