নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ওই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।

সভায় বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, নকলা সেনাক্যাম্পের প্রতিনিধি ক্যাপ্টেন রাহাত, উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সারোয়ার আলম, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক দেওয়ান গোলাম মাসুম, ইউপি চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্টো, আবুবকর সিদ্দিক প্রমুখ।
সভায় যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, সন্ত্রাস ও নাশকতা, বাল্যবিবাহ, মাদকমুক্ত সমাজগঠন, নারী ও শিশুপাচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নকলা পৌরশহরে যানজট, অতিদরিদ্রদের জন্য টিসিবিপণ্য ক্রয়ে স্মার্ট ফ্যামিলিকার্ড বিতরণে অনিয়ম, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে আলেম উলামাদের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
ওইসময় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও জামায়াতে ইসলামির নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।