শেরপুরে প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি শরিফুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট মঙ্গলবার দুপুরে শহরের মাধবপুস্থ প্রেসক্লাব মিলনায়তনে ওই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুলের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক জিএইচ হান্নান, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মারুফুর রহমান, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, সাংবাদিক আবুল হাশিম, তপু সরকার হারুন, জুবাইদুল ইসলাম, জাহিদুল খান সৌরভ, ইমরান হাসান রাব্বী, শাকিল মুরাদ, সুলতান হোসাইন, শাহরিয়ার শাকিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রেসক্লাব সভাপতি মো: শরিফুর রহমান ফুসফুসে সংক্রমণজনিত অসুস্থতায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবার এবং শেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন সকলের কাছে প্রেসক্লাব সভাপতির জন্য দোয়া চেয়েছেন। Related posts:শেরপুরে বিটিসিএল অফিসে আগুন, টেলিফোন সেবা বন্ধশ্রীবরদী থানা পরিদর্শন করলেন শেরপুরের নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেনশেরপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী গোপাল সাহার উদ্যোগে বস্ত্র বিতরণ Post Views: ৩৫৯ SHARES শেরপুর বিষয়: