কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ ও মশাল মিছিল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে শেরপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে শহরের থানা মোড় থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরপুর সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নানা শ্লোগান দেন শিক্ষার্থীরা। ওইসময় সমাবেশে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান, সদস্য সচিব শাহনুর রহমান সায়েম, মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিনসহ অনেকেই। বক্তারা, শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সন্ত্রাসীরা কখনও ছাত্র হতে পারে না, তাদের কোন দল নেই। তাই সব সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহব্বান জানান। একইসাথে কেউ যদি লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতি করে, তাহলে তাকে শাস্তির আওতায় আনার পাশাপাশি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান। Related posts:শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যুঝিনাইগাতীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিতগণপরিহণে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতে শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান Post Views: ৮৬ SHARES শেরপুর বিষয়: