শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫

শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার প্রথম প্রহরে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে ওই পুষ্পার্ঘ্য অর্পণ করেন সর্বস্তরের মানুষ।

রাতের প্রথম প্রহরে ভাষা শহিদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
পরে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, শেরপুর পৌরসভা, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।