সৌদির সঙ্গে মিল রেখে শেরপুরের ৯ গ্রামে রোজা শুরু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫ সৌদি আরব ও মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে শেরপুরের ৯টি গ্রামে পালিত হচ্ছে পবিত্র মোহে রমজানের রোজা। শুক্রবার দিবাগত রাতে তারাবি নামাজ আদায়ের মধ্যেদিয়ে তারা শুরু করেন সিয়াম সাধনার মাসের কার্যক্রম। গ্রামগুলো হচ্ছে, শেরপুর সদরের উত্তর ও দক্ষিণ চরখারচর, মুন্সীরচর, বামনারচর, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও চিনামারা, নকলা উপজেলার বানেশ্বর্দীসহ ৯টি গ্রাম। নকলা উপজেলার মুসল্লি রাজ্জাক মিয়া বলেন, ‘আজ এটা নতুন নয়, খুবই স্বাভাবিক বিষয়। আমরা সৌদির সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করি। শেরপুরের গনি হাওলাদার বলেন, ‘আমরা প্রতি বছরই সৌদির সাথে মিল রেখে রোজা পালন করে থাকি। সাধারণ মুসল্লিরা জানান, গত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকায় নিজেদের সুরেশ্বর দরবার শরিফের ভক্ত বলে দাবিদার নারি ও পুরুষ সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে রোজা ও ঈদুল ফিতর পালন করে আসছে। Related posts:শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনে প্রস্তুতি সভাশেরপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিতশ্রীবরদীতে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ছাত্রদল নেতা Post Views: ৭৭ SHARES শেরপুর বিষয়: