নালিতাবাড়ীতে শ্রমিক ইউনিয়ন ৩২৭৭ এর কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, মে ২৩, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলা ট্রাক, মিনি ট্রাক ডাম্প ট্রাক, ট্যাংকলড়ি ও কার্ভাড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজি নং ঢাকা- ৩২৭৭) এর নালিতাবাড়ী উপজেলার সাংগঠনিক কর্মকান্ড পূর্বের ন্যায় শৃঙ্খলার সাথে গতিশীল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) রাতে পৌর শহরের কালিনগর বাইপাস ফায়ার সার্ভিস সংলগ্ন স্থানে সংগঠনটির নালিতাবাড়ী উপ-পরিষদ কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ৩২ বছর যাবত অত্যন্ত সুনামের সাথে সারাদেশের মধ্যে ঐতিহ্যবাহী পণ্য পরিবহন সংগঠন শেরপুর জেলা ট্রাক, মিনি ট্রাক, ডাম্প ট্রাক ও কাভার্ড ব্যাংক শ্রমিক ইউনিয়ন রেজি নং ঢাকা- ৩২৭৭ জেলার অভ্যন্তরে অত্যন্ত সু-শৃংখলভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় চালু অবস্থায় আমাদের ইউনিয়ন নালিতাবাড়ী উপজেলার অভ্যন্তরে বিভিন্ন শাখা কমিটি ও কমিটির কার্যক্রম বন্ধ করার মর্মে গত বছরের ২২ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ময়মনসিংহের বিভাগীয় আঞ্চলিক শ্রম অধিদপ্তর কর্তৃক পত্র প্রেরণ করে। পরে উল্লিখিত বিষয়ে কার্যক্রম চালু করার আবেদন করলে তথ্য যাচাইপূর্বক চলতি বছরের ১৭ মে শেরপুর জেলা ট্রাক, মিনি ট্রাক, ডাম্প ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং-৩২৭৭ শাখা এর উপ-কমিটি নামের পরিবর্তে উপ-পরিষদ গঠন করে কার্যক্রম পরিচালনা করার জন্য পত্র প্রেরণ করে। সংবাদ সম্মেলনে ট্রাক, মিনি ট্রাক, ডাম্প ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন শেরপুর জেলা শাখার সভাপতি ফারুক আহমেদ, জাতীয়তাবাদী শ্রমিক দল শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম (জুন), শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ডাম্প ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন নালিতাবাড়ী উপ-পরিষদের উপদেষ্টা সাবেক মেয়র আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি আপন সরকার, শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন সামাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে জেলা প্রশাসনের মাসিক স্টাফ মিটিং অনুষ্ঠিতশেরপুরে নিখোঁজের দুদিন পর অটোচালকের লাশ উদ্ধার, গ্রেফতার ৪শেরপুরের গাজীরখামার ইউনিয়নে সাবেক এমপি শ্যামলীর গণসংযোগ ও ঈদ উপহার বিতরণ Post Views: ১০ SHARES শেরপুর বিষয়: