রমজানকে স্বাগত জানিয়ে নকলা উপজেলা জামায়াতে ইসলামীর শোভাযাত্রা

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫

শেরপুরের নকলায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখা। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে নকলা উপজেলা পরিষদর মুক্তমঞ্চ থেকে ওই শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক মো. ফারদিন হাসান হাসিব, জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার আমীর মাওলানা গোলাম সারোয়ার, সেক্রেটারী শরিফুল ইসলাম, অফিস সম্পাদক লুৎফর রহমান ফিরোজ, মিডিয়া ও প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিত, সাবেক আমির মু্ফতি খাদেমুল ইসলাম, জামায়াতে ইসলামী পেশাজীবি সংগঠনের নকলা উপজেলা শাখার সভাপতি মাওলানা হযরত আলী, জামায়াতে ইসলামী পৌরসভার সভাপতি মাওলানা শাহজাহান, সেক্রেটারী মো. জাহিদ হাসানসহ উপজেলা, পৌরসভা, ইউননিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
এর আগে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম সারোয়ার।