শেরপুরে ভেজাল হলুদের গুড়া তৈরির সময় গ্রেফতার ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫ শেরপুরে মশলা তৈরির মেশিনে হলুদের গুড়া তৈরি করে তাতে ধানের কুড়া মিশিয়ে ভেজাল হলুদের গুড়া তৈরির সময় ২ ভেজাল মশলা কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ১ মার্চ শনিবার রাতে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডুবারচর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন সদর উপজেলার ডুবারচর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. বাছেদ (৩৬) ও সন্যাসীরচর গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. কাজল মিয়া (১৬)। এছাড়াও ঘটনার সাথে জড়িত ডুবারচর গ্রামের নবা আলীর ছেলে কাশেম (৪৫) ও সন্যাসীরচর গ্রামের মৃত জমর উদ্দিনের ছেলে রতন (৩১) পলাতক রয়েছেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ কামরুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. সামছুল আলম, এএসআই শাহজাহান কবির, এএসআই সোহরাব সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাতে সদর উপজেলার ডুবারচর বাজারে অভিযান চালান। এসময় জনৈক গিয়াস উদ্দিনের ভাড়া দেয়া ঘরে ভেজাল মশলা কারবারিরা মশলা ভাঙ্গানো মেশিন দিয়ে হলুদ গুড়া তৈরি করে সেখানে ধানের কুড়া মিশ্রিত করার সময় ৪০ কেজি ভেজাল হলুদ গুড়াসহ বাছেদ ও কাজল মিয়াকে হাতেনাতে আটক করা হয়। এদিকে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর ভেজাল কারবারি কাশেম ও রতন পালিয়ে যায়। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা পরিদর্শক সালেমুজ্জামান বলেন, ওই ঘটনায় শেরপুর সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ গ এর (ক) (খ)/২৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দুই ভেজাল কারবারিকে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। Related posts:শেরপুরে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের সভা অনুষ্ঠিতশেরপুরে ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তারশেরপুরে বন্যার পানিতে সাতাঁর কাটতে গিয়ে স্কুলছাত্রী ও কিশোরের মৃত্যু Post Views: ৯৯ SHARES শেরপুর বিষয়: