নকলায় জাতীয় ভোটার দিবসে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় জাতীয় ভোটার দিবসে র‍্যালি ও আলোচনা সভা হয়েছে। ২ মার্চ রবিবার সকালে নকলা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস ওইসবের আয়োজন করে।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।
আরও বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম সারোয়ার, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চান মিয়া প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা পার্থ কুমার প্রদীপ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান।
সভায় প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।