নালিতাবাড়ীতে ৯ জুয়াড়ি ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৫ শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের পৃথক অভিযানে ৯ জুয়াড়ি ও ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ৫ মার্চ বুধবার রাতে উপজেলার তারানি এলাকা থেকে ৯ জুয়াড়ি ও পৌরশহরের নালিতাবাড়ী বাজার এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন উপজেলার কালাকুমা এলাকার আমজাদ আলীর ছেলে আকরাম হোসেন (২৫),মৃত একিন আলীর ছেলে আফজাল হোসেন (২৭), নিজাম উদ্দীনের ছেলে হুমায়ুন (৩২), মৃত রমিজ উদ্দীনের ছেলে তোফাজ্জল হোসেন (৩৪) এবং তারানী এলাকার নেওয়াজ আলীর ছেলে মামুন মিয়া (২৬), মৃত মাইজ উদ্দীনের ছেলে নুরুল হক(৩২), নেকবর আলীর ছেলে শাহ আলম (৩৮), লাল মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও মৃত সাইফুল ইসলামের ছেলে সাইম মিয়া (২১)। এছাড়াও গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন পৌরশহরের আড়াইআনী এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে সাবির হসেন শান্ত (২৪) ও চকপাড়া এলাকার ফজলুল হকের ছেলে রবিউল হাসান (২৪)। পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় উপজেলার তারানি এলাকায় একটি বসতঘর থেকে জুয়া খেলা অবস্থায় ৯ জনকে গ্রেফতার করা হয় একই রাতে পৌরশহরের আড়াইআনী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পুলিশের পৃথক অভিযানে ৯ জুয়াড়ি ও ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। Related posts:নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সৈকত গ্রেফতারনালিতাবাড়ীতে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিতশেরপুরে ভার্চুয়াল আদালতে ৬৫ মামলায় জামিন আবেদন ॥ জামিন পেয়েছেন ৩০ আসামি Post Views: ১২২ SHARES শেরপুর বিষয়: