ঝিনাইগাতীতে ৩২ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৫ শেরপুরের ঝিনাইগাতীতে ৩২ বোতল ভারতীয় মদসহ তানভীর আহম্মেদ হৃদয় (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ জামালপুর। ৬ মার্চ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তানভীর ওই গ্রামের আব্দর রাজ্জাকের ছেলে। র্যাব সূত্রে জানা গেছে, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে র্যাবের একটি অভিযানিক দল শালচুড়া এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে ৩২ বোতল ভারতীয় মদসহ তানভীরকে আটক করে। আটককৃত মাদকের মূল্য আনুমানিক ৮৫ হাজার টাকা। ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি তানভীরকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে ১৯৭৪ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। Related posts:নালিতাবাড়ীতে ৩ মাদক কারবারীকে ভ্রাম্যমান আদালতের সাজাশেরপুরে আলাদা মামলায় দুই সাংবাদিক গ্রেপ্তারশেরপুরে দৃষ্টিনন্দন ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করলেন পুলিশ সুপার Post Views: ১০০ SHARES শেরপুর বিষয়: